রোববার (৪ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন এমন মন্তব্য করেন। বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু এমন তথ্য জানান।
দলীয় সূত্র জানায়, সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ।
এ সময় দেশটির রাষ্ট্রদূত জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় তারা। প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও জানান তিনি।
বাণিজ্য সম্প্রসারণ, ব্যাংক ট্রানজিশন সমস্যা সমাধান এবং জ্বালানি নিয়েও আলোচনা হয় বৈঠকে।
আরও পড়ুন: রাখাইনে মানবিক করিডর দেয়া নিয়ে লুকোচুরি চলছে: রিজভী
দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।
পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সব দেশ বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায়। রাশিয়া এ অঞ্চলের নিরাপত্তাহীনতা দেখতে চায় না বলেও জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে জাপান ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান বিএনপি নেতা আমীর খসরু।
]]>