বাংলাদেশের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে আজই চ্যাম্পিয়ন ভারত

২ সপ্তাহ আগে
ভারতকে আজ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার সুযোগটা বাংলাদেশই করে দিয়েছিল। চাংলিমিথাংয়ে ভারতের তিন ঘণ্টা আগে মাঠে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল স্বাগতিক ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে।

ভুটানের সঙ্গে করার পর এক ম্যাচ বাকি থাকা বাংলাদেশের পয়েন্ট হয় ১০, আজ নেপালের মুখোমুখি হওয়ার আগে ভারতের পয়েন্ট ছিল ১২। এই ম্যাচ দিয়েই শিরোপা জিতে নেওয়ার সম্ভাবনা নিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। হতাশ হতে হয়নি, নেপালকে উড়িয়ে দিয়েছে তারা।


ভারত ম্যাচটি জিতেছে ৫-০ গোলে। তিন আসর পর প্রতিযোগিতাটির শিরোপা জিতল তারা, একই সঙ্গে হয়ে গেল সর্বোচ্চ শিরোপা জেতা দল। ২০১৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরও শিরোপা জিতেছিল তারা।


আরও পড়ুন: অক্টোবরে প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাবে নারী দল


বাংলাদেশ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাদের সামনেও সর্বোচ্চ শিরোপা জেতা দলে পরিণত হওয়ার সুযোগ ছিল। গত বছর শিরোপা জেতার আগে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৭ সালে প্রথম আসরে। ৬ আসরের মধ্যে মাঝে নেপাল ও রাশিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়।


ভারত চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় বাংলাদেশের শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতা সারার পর্যায়ে পড়ে গেল। শেষ ম্যাচে আবার তারা মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ভারতের। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার। নেপাল ও ভুটানেরও একটি করে ম্যাচ বাকি আছে, টুর্নামেন্টের শেষ ম্যাচে তারা একে অপরের মুখোমুখি হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন