এনডিটিভি বলছে, কলকাতা এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে ভূমিকম্পের সময় তারা মৃদু কম্পন অনুভব করেছেন। এসময় ফ্যান এবং দেয়ালে বুলানো বিভিন্ন জিনিস সামান্য নড়তে দেখেছেন।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।
তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
আরও পড়ুন: পাকিস্তানেও ভূমিকম্পের আঘাত
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
এদিকে, শুক্রবার (২১ নভেম্বর) সকালে পাকিস্তানেও ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে।
এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩৫ কিলোমিটার গভীরে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
]]>

১৪ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·