পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউমার্কেট। যেখানে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, সেখানে এখন সুনশান নীরবতা।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয়।
আরও পড়ুন: কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক, বন্ধ হয়ে যাচ্ছে নিউমার্কেটের ব্যবসা-বাণিজ্য
মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেট ও এর আশপাশের বিভিন্ন রাস্তায় প্রায় দুই থেকে তিন হাজার ছোটবড় দোকান রয়েছে। আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা।
এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, লাভ-তো দূরের কথা, বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকেই।
সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর ঠিক এসময়ে প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে। ঠিক এক বছর পর সেই চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র এক থেকে দেড়শ জনে।
]]>