স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পেট্রোনাস জানায়, ২৩ নভেম্বর সোশ্যাল মিডিয়া ও কিছু ক্রীড়া পোর্টালে প্রকাশিত সংবাদে দাবি করা হয় যে, তারা বাংলাদেশ ফুটবল লিগের প্রধান স্পন্সর হতে যাচ্ছে।
পেট্রোনাস স্পষ্ট করে জানায়, তারা কখনোই এমন কোনো চুক্তি স্বাক্ষর করেনি এবং তাদের নাম বা লোগো ব্যবহারের জন্য কোনো অনুমতি দেয়নি।
আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধান বাস টার্মিনালে বাংলায় সাইনবোর্ড
সংস্থাটি বলেছে, তাদের ব্র্যান্ডের নাম এভাবে ব্যবহার করা একটি স্পষ্ট অপব্যবহার, যা দ্রুত জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে। এ ধরনের গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পেট্রোনাস।
তারা আরও জানায়, পেট্রোনাস তাদের ব্র্যান্ডের অখণ্ডতা রক্ষায় অত্যন্ত কঠোর এবং ভবিষ্যতে এ ধরনের অননুমোদিত কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ ফুটবল লিগে পেট্রোনাসের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে আলোচনার পর কোম্পানিটি তাদের অবস্থান স্পষ্ট করল।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·