বাংলাদেশ ফুটবল লিগের নতুন স্পন্সরের নাম ঘোষণা করলো বাফুফে

২ দিন আগে
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) লোগো ও টাইটেল স্পন্সর ঘোষণার পর থেকেই বিতর্কের মুখে পড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুরুতে বাফুফে থেকে জানানো হয়েছিল, মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি ‘পেট্রোনাস’ বাংলাদেশ ফুটবল লিগের স্পন্সর হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি সাফ জানিয়ে দিয়েছে, বাফুফের সঙ্গে তাদের কোনো চুক্তিই হয়নি। এরপর আজ এক বিজ্ঞপ্তিতে নতুন স্পন্সরের নাম ঘোষণা করলো বাফুফে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে নতুন স্পন্সরের নাম জানায় বাফুফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনাইটেড হেলথ কেয়ারকে ২০২৫-২৬ মৌসুমের জন্য বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর হিসেবে নিশ্চিত করা হলো। 

 

আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

 

পেট্রোনাসের বিষয়ে বলা হয়েছে, পেট্রোনাস বিবৃতিতে জানিয়েছে যে, তারা এই মৌসুমে টাইটেল স্পনসর হিসেবে অংশ নিচ্ছে না। সেই সাথে ইউনাইটেড গ্রুপ ‘ইউনাইটেড হেলথ কেয়ার’-এর নাম প্রস্তাব করায় বিএফএফ ইতিবাচক অংশীদারিত্বকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। 

 

জানা গেছে, মালয়েশিয়ার তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোনাস-কে ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড লুব অয়েল লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। 

 

আরও পড়ুন: এবার ব্রুনাইকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

 

মূলত বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর হিসেবে ইউনাইটেড গ্রুপ যুক্ত হয়ে বাফুফে-কে পেট্রোনাসের কথা জানিয়েছিল এবং তাদের লোগো সরবরাহ করেছিল। তবে পেট্রোনাস বিজ্ঞপ্তি দিয়ে স্পন্সর না করার ঘোষণা দেওয়ায় ইউনাইটেড গ্রুপ তাদেরই আরেক প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’-কে যুক্ত করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন