রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএর আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর উপস্থিতিতে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য ডা. আবদুর রউফের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিএর প্রাক্তন নির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, কক্সবাজার মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল আলম, বিপিএ পদসৃজন ও পদোন্নতি কমিটির প্রধান সমন্বয়কারী ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য ডা. দেওয়ান নিজামুদ্দিন হেলাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আইনুল ইসলাম খাঁন, বিপিএ পদ সৃজন ও পদোন্নতি কমিটির সমন্বয়কারী ডা. শফিকুল ইসলাম ও ডা. মোহাম্মদ মনির হোসেন, বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য ডা. এমএস খালেদ, ডা. সাজ্জাদ হোসেন, ডা. এএসএম. মাহমুদুজ্জামান, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক খয়বর আলী, সহযোগী অধ্যাপক ডা. রকিবুল ইসলাম খান, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফোরামের মোহাম্মদ নেয়ামত হোসেন, ডা. মো. মনির হোসেন (NINS), ডা. মাহমুদুল হাসান, ডা. মুশতাব শীরা মৌ, ডা. মশিউর রহমান, ডা. মাসুমা আক্তার প্রমুখ।
আরও পড়ুন: কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ, সম্পাদক মামুন খান
বাংলাদেশে শিশুস্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট ও নিরসনের উপায় নিয়ে দীর্ঘ আলোচনার পর জরুরি সাধারণ সভায় উপস্থিত সারা দেশ থেকে আগত বিপিএর আজীবন ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে বিপিএর আহবায়ক অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেন। উপস্থিত সদস্যগণ হাত তুলে ঘোষিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানান।
এই কমিটি ঈদুল ফিতরের পর সরকারি ও বেসরকারি শিশু বিশেষজ্ঞদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী দুই (২) বছর দায়িত্ব পালন করবে।