বাংলাদেশ দলের হোম জার্সি উন্মোচন

১ সপ্তাহে আগে
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ঘরের মাঠে হামজা চৌধুরী ও সমিত সোমের অভিষেক ঘিরে ইতোমধ্যে নানা আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে চমক রেখে হোম জার্সিও উন্মোচন করলো কিট স্পন্সর ‘দৌড়’।

বৃহস্পতিবার (১৫ মে) জামাল-তপুদের জার্সি পরিহিত একটি প্রমোশনাল ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে জার্সি উন্মোচনের ঘোষণা দেয় ‘দৌড়’।

 

এর আগে গত মাসে অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছিল ‘দৌড়’। যেটি ছিল লাল রঙের। আর এবার হোম জার্সিটি করা হয়েছে সাদা রঙের। শোল্ডারের ডিজাইনেও আনা হয়েছে ভিন্নতা। সমর্থকরা চাইলে ‘দৌড়ের’ ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন জার্সিটি। যার মূল্য ধরা হয়েছে ১৩৯৯ টাকা।

 

আরও পড়ুন: ভুটান লিগের এক ম্যাচেই সাবিনা, মনিকা, সুমাইয়া ও রিতুপর্নার ২৫ গোল

 

সিঙ্গাপুরের বিপক্ষে জার্সিটি পরে মাঠ মাতাবেন হামজা ও সমিতরা। ইংল্যান্ড ও কানাডার লিগে খেলা দুই তারকাকে ঘরের মাটিতে অভ্যর্থনা জানাতে ইতোমধ্যে উন্মুখ হয়ে আছেন সমর্থকরা। ম্যাচটি ঘিরে বাফুফেও নানা পরিকল্পনা সাজাচ্ছে।

 

গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়েছিল হামজার। তবে ঘরের মাটিতে শেফিল্ড ইউনাইটেড তারকার প্রথম ম্যাচ বলে উন্মাদনাটা একটু বেশি। অন্যদিকে প্রথমবার লাল সবুজ জার্সি গায়ে জড়াবেন কাভালরি এফসির হয়ে খেলা সমিত।

 

আরও পড়ুন: প্রিমিয়ার লিগে জায়গা পেতে শত বছরের রেকর্ড ভাঙতে হবে হামজাদের

 

নতুন আঙ্গিকে সাজানো জাতীয় স্টেডিয়ামে ১০ জুন সন্ধ্যা ৭টায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর।
 

]]>
সম্পূর্ণ পড়ুন