বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর কিং ফিসার হোটেলে নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় সমতায় তারুণ্য, ইয়ুথ ফর ইক্যুয়ালিটি প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার পতনের পর বরিশালে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি
আন্দ্রে কারসটেন্স আরও বলেন, নেদারল্যান্ড সরকার বাংলাদেশের উন্নয়নে এক সঙ্গে কাজ করবে। বাংলাদেশের একটা সোনালী অতিত আছে সেটিকে ধরে রাখতে হবে।
মতবিনিময় কালে তিনি নেদারল্যান্ডসের বিভিন্ন প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
নেদারল্যান্ড দূতাবাস এবং প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠানের উর্ধ্ধতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
]]>