বাংলাদেশ ইনভেস্টমেন্ট হেভেনে পরিণত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১ সপ্তাহে আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশ আগামীতে ইনভেস্টমেন্ট হেভেনে পরিণত হবে। বাংলাদেশকে টপ ১৫ কান্ট্রির মধ্যে নিয়ে যাব।’

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি যদি ক্ষমতায় আসে তবে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে। বিগত ১৫ বছরে বাংলদেশে বিনিয়োগের ক্ষেত্রে যত সমস্যার সম্মুখীন তারা হয়েছেন সেগুলো আর তাদেরকে হতে হবে না। কোন কোন সেক্টরে কাজ করা হবে সেটা নিয়ে ইনভেস্টরদের সঙ্গে কথা হয়েছে। যারা বেকার রয়েছে তাদের চাকরি নিশ্চিতে কাজ করবো। ’


বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকায় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসীরুদ্দীন। 


এসময় তিনি জানান, দফায় দফায় বৈঠকে ২০৩৫ সালের বাংলাদেশের ভিশন কেমন হবে সেটি তুলে ধরা হয়েছে বিনিয়োগকারীদের সামনে।


আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া রুখতে চলতি মাসেই নতুন দল: নাসীরুদ্দীন


তিনি বলেন, ব্লু ইকোনোমিকে কীভাবে শক্তিতে রূপান্তরিত করা যায় সে সম্পর্কে কথা বলেছি। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন কাজ করবে আমরা তাদের সহায়তা করবো।


এই এনসিপি নেতা আরও বলেন, বাংলাদেশের ফাইন্যান্স সেক্টর নতুন করে গড়ে তুলবো। আমরা এই সামিটে নেটওয়ার্ক স্থাপন করেছি। ভবিষ্যতে যদি কেউ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে ধরতে সাহায্য করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন