মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে বৈসারণে। যাকে ‘মিনি সুইজারল্যান্ড’ বলা হয়। এর তৃণভূমি এবং মনোরম দৃশ্যের জন্য এটি সুপরিচিত। পাহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।
বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলোতে এই স্থানটি বিশেষভাবে জনপ্রিয়, যা ভারত এবং বিদেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে।
আরও পড়ুন:কাশ্মীরে হামলা: ভয়ংকর সেই ঘটনার বর্ণনা দিলেন বেঁচে যাওয়া সোহিনী
এদিকে, পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর একটি প্রক্সি, রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।
হামলার ঘটনার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বর্তমানে সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।
দুর্গম তৃণভূমি থেকে আহতদের সরিয়ে নেয়ার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা আহতদের ঘোড়ায় চড়ে দুর্গম এলাকাটি থেকে পাহালগামে নিয়ে যেতে সাহায্য করছে।
জম্মু ও কাশ্মীর প্রশাসন অনন্তনাগ এবং শ্রীনগর উভয় স্থানেই জরুরি নিয়ন্ত্রণ কক্ষ সক্রিয় করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আটকা পড়া এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তা করার জরুরি ব্যবস্থা নিয়েছে।
এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোসহ বিমান সংস্থাগুলো শ্রীনগরে এবং সেখান থেকে অতিরিক্ত বিমান পরিচালনা করবে বলে জানিয়েছে।
আরও পড়ুন:কাশ্মীরে হামলা: সৌদি থেকে ফিরে বিমানবন্দরেই জরুরি বৈঠক মোদির
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীর ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেখানে আসা পর্যটকদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। ২০১৯ সালে পুলওয়ার হামলার পর এই হামলা সবচেয়ে প্রাণঘাতী।
সূত্র: এনডিটিভি
]]>