বলিউডে তিন খানের অনুপস্থিতে পর্দা কাঁপাচ্ছে দক্ষিণী সিনেমা!

১ সপ্তাহে আগে
বলিউড সিনেমা মানেই শাহরুখ, সালমান আর আমির খানের ব্লক বাস্টার হিট সিনেমা। তবে চলতি বছর এ খানেরই কোনো সিনেমা মুক্তি পায়নি বলিউডে। যে কারণে পুরো বছর বলিউড দাঁপিয়ে বেড়াতে দেখা গেছে দক্ষিণী সিনেমাকে।

২০২৩ সালে ‘জাওয়ান’, ‘পাঠান’, ‘ডাঙ্কি’র মত দুর্দান্ত সব সিনেমা দিয়ে মাতিয়েছিলেন শাহরুখ খান।

 

অন্যদিকে শাহরুখের মতো ততটা বাজিমাত করতে না পারলেও টাইগার সিরিজের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার-থ্রি’ নিয়ে আলোচনায় ছিলেন সালমান।

 

কিন্তু গেল দুই বছর পর্দায় ছিলেনই না আমির খান। সর্বশেষ বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত এ অভিনেতাকে ২০২২ সালে 'লাল সিং চাড্ডা' ছবিতে শেষ অভিনয় করতে দেখা গেছে।

 

আরও পড়ুন: জনপ্রিয় আরজে সিমরানের রহস্যজনক মৃত্যু!

 

এদিকে তিন খানের অনুপস্থিতিতে বলিউডের নায়কদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে লড়েছেন দক্ষিণী সিনেমার তারকারা। প্রভাস, থালাপতি বিজয় ও আল্লু অর্জুন বছরের শুরু থেকে মাতিয়ে রেখেছেন দর্শকদের। এর পাশাপাশি বক্সঅফিসের হিসেবেও বলিউডের চেয়েও এগিয়ে ছিল দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি।

 

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় জন্মদিন পালন সালমান খানের

 

তাই তিন খানের জৌলুশ নিয়ে উঠছে প্রশ্ন। চলচ্চিত্র বিশ্লেষকরা কষছেন হিসেব! তবে কি অদুর ভবিষ্যতে বলিউডের খান প্রেমী দর্শকরা ধাবিত হবে দক্ষিণী ইন্ডাস্ট্রীতে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সিনেবোদ্ধাদের মাথায়।  কেননা ২০২৪ এ ভারতের সেরা দশ সিনেমার তালিকায় পাঁচ সিনেমাই দক্ষিনের।

]]>
সম্পূর্ণ পড়ুন