বল টেম্পারিংয়ের শাস্তি পেলেন উইন্ডিজ ক্রিকেটার

৬ দিন আগে
একসময় ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন ভিরাসামী পারমল। তবে ২০২২ সালের পর আর জাতীয় দলে জায়গা মেলেনি এই ক্রিকেটারের। দেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হারালেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছিলেন। তবে এবার গুরুতর অভিযোগে শাস্তি পেলেন এই ক্রিকেটার।

উইন্ডিজের ঘরোয়া লিগে গায়ানা হার্পি ঈগলসের হয়ে খেলেন পারমল। সেখানকার একটি ম্যাচে খেলার সময় বল টেম্পারিং করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পারমল একাই নন, একই অভিযোগ উঠেছে তার হার্পি ঈগলস সতীর্থ কেভলন অ্যান্ডারসনের বিরুদ্ধেও। 

 

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড ফোর্সের বিপক্ষে ম্যাচে এই অভিযোগ ওঠে কেলভন এবং পারমলের বিরুদ্ধে। ম্যাচের প্রথম দিন অভিযোগ আসার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আচরণবিধির লেভেল ২ অনুযায়ী ম্যাচ ফি'র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে পারমলকে। একই শাস্তি পেয়েছেন কেভলনও। 

 

অভিযুক্তরা দোষ স্বীকার করে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

 

আরও পড়ুন: পিএসএলে প্রতি ছক্কা ও উইকেটের জন্য গাজার শিশুদের এক লাখ রুপি দেবে মুলতান

 

অন্যদিকে, একই লিগে রোনাল্ডো আলিমোহামেদকে লেভেল ২ লঙ্ঘনের জন্য তার ম্যাচ ফি-এর ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আচরণবিধির ধারা ২.১–২.৫; অনুচ্ছেদ ৩.৬ লঙ্ঘন করেছেন। এই ধারায় বল বা পানির বোতল বা অন্য কোনো বস্তু খেলোয়াড় কিংবা আম্পায়ারের দিকে ছুঁড়ে মারার প্রতি শাস্তি উল্লেখ করা হয়েছে।

 

শুরুতে অভিযোগ অস্বীকার করেন আলিমোহামেদ। এ কারণে জরিমানা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন