বর্ষবরণের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনার তদন্তে এফবিআই

১ সপ্তাহে আগে
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যে নববর্ষ উদযাপনের সময় মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তথা এফবিআই। খবর বিবিসির।

বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার পর নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বোরবন ও ক্যানাল স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটে। এক ব্যক্তি ভিড়ের মধ্যে একটি পিকআপ ট্রাক চালিয়ে দেয়। এই ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

 

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, গাড়ির চালকও নিহত হয়েছেন। তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে। এ ঘটনায় পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, যে ব্যক্তি জনতার ভিড়ে গাড়ি চালিয়ে দিয়েছিল তিনি মারা গেছেন এবং ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী কাজ’ হিসেবে তদন্ত করা হচ্ছে।

 

বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে একজন ব্যক্তি নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে একটি গাড়ি চালি দিয়েছে। এতে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে এবং কয়েক ডজন আহত হয়েছে। আমরা আমাদের অংশীদারদের সাথে এটাকে সন্ত্রাসবাদের কাজ হিসেবে তদন্ত করছি।’

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি উঠে যাওয়ার ঘটনায় নিহত ১০

 

নিউ অরলিন্সের পুলিশপ্রধান অ্যান কার্কপ্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ব্যক্তি যত বেশি সম্ভব মানুষকে চাপা দেয়ার চেষ্টা করছিল। তার উদ্দেশ্য ছিল ব্যাপক হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ ঘটানো।

 

যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই বোরবন স্ট্রিট অসংখ্য বার ও ক্লাবের জন্য পরিচিত। এখানে সংগীতের আয়োজন হয় ও বারগুলোতে ভিড় জমে। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ২০২৫-এর আগমন উপলক্ষে নববর্ষের উদযাপনকারীতে পরিপূর্ণ ছিল। একটি পিকআপ ট্রাক দ্রুতগতিতে সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা সিবিএস নিউজের একজন সাংবাদিককে বলেন যে, একটি গাড়ি দ্রুত গতিতে বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যদিয়ে চলে যায়। এর মধ্যে চালক বের হয়ে একটি অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাল্টা গুলি চালায়।

 

আরও পড়ুন: ২০২৫ সালের প্রথম দিন কত হচ্ছে বিশ্বের মোট জনসংখ্যা?

 

পুলিশ জানিয়েছে, ট্রাকটি ধাক্কা দেয়ার পর চালক পুলিশের ওপর গুলি চালায় এবং এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। নিউ অরলিন্সের মেয়র লাটোয়া ক্যানট্রেল এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

 

ঘটনার পর আহতদের অন্তত পাঁচটি হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে নিউ অরলিন্সের জরুরি ব্যবস্থাপনা বিভাগ। নিউ অরলিন্সে এর আগেও নববর্ষ এবং অন্যান্য উৎসবে সহিংসতার ঘটনা ঘটেছে।

 

২০২৪ সালের নভেম্বরে একটি প্যারেডে গুলিবর্ষণে দুইজন নিহত এবং ১০ জন আহত হন। এছাড়া ২০১৭ সালে মাতাল অবস্থায় এক ব্যক্তি মার্দি গ্রাস প্যারেডে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে ২০ জনের বেশি মানুষকে আহত করেছিল।

 

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, বোরবন স্ট্রিটে আজ সকালে এক ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি স্থানীয় জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান। 

 

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে মার্কিন অর্থ বিভাগ হ্যাকের অভিযোগ

 

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিউ অরলিন্সের মেয়রের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন