শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি।
খতিব বলেন, থার্টিফার্স্ট নাইট উদ্যাপন বিধর্মীদের সংস্কৃতি। তাই কোনো মুসলমান এটি উদ্যাপন করতে পারে না। হাদিসে এসেছে, যখন সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না। আর যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না। তাই ইসলামের নেয়ামত পেয়েও বিধর্মীদের সংস্কৃতি ধার নেয়া আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা।
আরও পড়ুন: তাবলিগের সমাধান নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব
মুফতি আবদুল মালেক বলেন, থার্টি ফাস্ট নাইটের এ উদ্যাপন পদ্ধতিও অনর্থক এবং অযৌক্তিক পদ্ধতি। আতশবাজি পোড়ানো ও প্রচণ্ড শব্দে পটকা ফুটানোর কারণে হাসপাতালে অসুস্থ রোগীরা কষ্ট পায়, বাসা বাড়িতেও বয়স্ক এবং শিশুরা কষ্ট পায়। কোটি কোটি অর্থের অপচয় ঘটে। এমনকি সাম্প্রতিক সময় নারী ও শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই জনগণের কল্যাণ বিবেচনায় রাষ্ট্রের উচিত আইন করে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন নিষিদ্ধ করা।
তিনি আরও বলেন,
নববর্ষ পালনের অসারতা সম্পর্কে তিনি বলেন, অনেকে পুরোনো বছরের হিসাব ও নতুন বছরের পরিকল্পনা সাজানোর জন্য নববর্ষ উদ্যাপনের কথা বলেন। এই কথাটি শুনতে ভালো লাগলেও বাস্তবে ভিত্তিহীন কথা। আমরা সময়কে সবচেয়ে বেশি অবহেলা করি। আজকাল করতে করতে এক সময় চুল দাড়িতে পাক ধরে। চুল এবং দাড়ি সাদা হওয়া জীবনের শেষপ্রান্তে উপনীত হওয়ার নিদর্শন। কিন্তু তা একদিনেই ঘটে না। আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে এবং মহান আল্লাহ জীবনের যে নেয়ামত দিয়েছেন, তার যথাযথ হক আদায় করতে হবে।
আরও পড়ুন: ইজতেমার মাঠে হামলা নিয়ে যা বললেন হেফাজতের আমির
সবশেষে বলেন, মহান আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাত ও দিনকে সৃষ্টি করেছেন মানুষের শিক্ষা গ্রহণ এবং তার কৃতজ্ঞতা আদায় করার জন্য। হাদিসের শিক্ষা হলো, প্রতিদিন সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করা। সকাল সন্ধ্যার দোয়ার সারমর্ম হচ্ছে, মহান আল্লাহর প্রতি আত্মনিবেদন এবং এবং তার হুকুম অনুযায়ী জীবন যাপন করা।