বর্তমান সংকট উত্তরণে ছফার লেখা পাঠ জরুরি: সলিমুল্লাহ খান

১ সপ্তাহে আগে
প্রখ্যাত লেখক ও চিন্তক আহমদ ছফার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে ‘জাগ্রত আহমদ ছফা’ শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করে ‘আহমদ ছফা রাষ্ট্রসভা’। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক সলিমুল্লাহ খান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের আলোচকরা অংশ নেন। তারা মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবিক সংকটে আহমদ ছফার চিন্তা সবসময় দিক নির্দেশনা দিয়েছে। এমনকি দেশের বর্তমান রাজনৈতিক জটিলতায় তিনি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছেন।

 

সভায় প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, আহমদ ছফা মনে করতেন মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। দেশের বর্তমান সংকট উত্তরণে এবং তাকে জানতে তার লেখা পাঠ করা জরুরি।

 

বাঙালি মুসলিম লেখকদের মধ্যে অন্যতম কীর্তিমান কথাসাহিত্যিক ছিলেন আহমদ ছফা। তিনি একাধারে ছিলেন একজন কবি, ঔপন্যাসিক, সাংবাদিক, গণবুদ্ধিজীবী ও চিন্তাবিদ।

 

আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থ

 

১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন আহমদ ছফা। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান ছফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশুনা করেন।

 

আরও পড়ুন: গাজায় গণহত্যার প্রতিবাদে এ মিজানের গান

 

স্বাধীন বাংলাদেশের প্রথম বই হিসেবে প্রকাশিত হয় ছফার লেখা প্রবন্ধগ্রন্থ ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’। তার লেখা বই সমূহের মধ্যে ‘ওঙ্কার’, ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’, ‘বাঙালি মুসলমানের মন’, ‘যদ্যপি আমার গুরু’, ‘গাভী বিত্তান্ত’ প্রভৃতি উল্লেখযোগ্য। এসব বই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে পাঠকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করে।

]]>
সম্পূর্ণ পড়ুন