বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এআই ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

২ সপ্তাহ আগে
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের উদ্যোগে ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) ক্যারিয়ার ও উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনার আয়োজন করা হয়।


ইইই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তানভীর আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফাইজার রহমান।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র থেকে আগত এআই গবেষক প্রকৌশলী ইসরাফিল মাসুম। তিনি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করেন এবং আলফানেট বাংলাদেশের এআই ডেটা সেন্টার ব্যবহার করে এআই-এর বাস্তব প্রয়োগ দেখান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আধুনিক এআই ল্যাব স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
 

আরও পড়ুন: এআইয়ের অবাধ ব্যবহার, বাংলাদেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা


সেমিনারে ইইই ও সিএসই বিভাগের ৪০০-র বেশি শিক্ষার্থী এবং প্রায় ২০ জন শিক্ষক অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা এআই-ভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিশ্ববিদ্যালয়ে স্মার্ট শিক্ষা পরিবেশ গড়ে উঠবে।

]]>
সম্পূর্ণ পড়ুন