বরিশালের ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

৩ সপ্তাহ আগে
বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার মোট ছয়টি সংসদীয় আসনের মধ্যে দলটি পাঁচটিতে মনোনয়ন ঘোষণা করেছে তারা। যদিও বরিশাল ৩ আসনে (বাবুগঞ্জ, মুলাদী) কাউকে মনোনয়ন চূড়ান্ত করা হয়নি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।


মনোনয়নপ্রাপ্তরা হলেন- বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাজীব আহসান। বরিশাল-৫ (সদর) আসনে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মজিবর রহমান সরোয়ার ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।


এর আগে জেলার ৬টি আসনে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যাদের মধ্যে বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুস সোবাহান ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।


বরিশাল-২ আসনে সরফুদ্দিন সান্টুর পাশাপাশি মোহাম্মদ দুলাল হোসেন, দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশক সহ-সম্পাদক কাজী রওনুকুল ইসলাম টিপু এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহামুদ জুয়েল।


আরও পড়ুন: যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি


বরিশাল-৪ আসনে রাজীব আহসানের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।


বরিশাল-৫ আসনে মজিবর রহমান সরোয়ারের পাশাপাশি, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ও এবায়েদুল হক চাঁন। প্রার্থীর তালিকায় নাম লিখিয়েছিলেন সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।


বরিশাল-৬ আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদের সহ-সাধারণ সম্পাদক আবু জাফর শিকদার বাদল মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন