সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
মনোনয়নপ্রাপ্তরা হলেন- বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাজীব আহসান। বরিশাল-৫ (সদর) আসনে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মজিবর রহমান সরোয়ার ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।
এর আগে জেলার ৬টি আসনে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যাদের মধ্যে বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুস সোবাহান ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বরিশাল-২ আসনে সরফুদ্দিন সান্টুর পাশাপাশি মোহাম্মদ দুলাল হোসেন, দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশক সহ-সম্পাদক কাজী রওনুকুল ইসলাম টিপু এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহামুদ জুয়েল।
আরও পড়ুন: যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি
বরিশাল-৪ আসনে রাজীব আহসানের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।
বরিশাল-৫ আসনে মজিবর রহমান সরোয়ারের পাশাপাশি, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ও এবায়েদুল হক চাঁন। প্রার্থীর তালিকায় নাম লিখিয়েছিলেন সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।
বরিশাল-৬ আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদের সহ-সাধারণ সম্পাদক আবু জাফর শিকদার বাদল মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·