বরিশালের গৌরনদীতে ক্যাথলিক চার্চে রাষ্ট্রদূতের সফর

১ সপ্তাহে আগে
বরিশালের গৌরনদীতে অবস্থিত ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত ও আর্চবিশপ কেভিন রান্ডাল। ধর্মীয় সম্প্রীতি ও আন্তঃধর্মীয় সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সফরে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় এবং প্রার্থনায় অংশগ্রহণ করেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে গোপনীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রদূত কেভিন রান্ডাল তার সফরসঙ্গীদের নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী ক্যাথলিক চার্চে উপস্থিত হন। চার্চে পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন চার্চের ফাদার ফ্রান্সিস লিটন গোমেজ।


চার্চ পরিদর্শনের সময় রাষ্ট্রদূত চার্চের আশ্রম, সিস্টারদের আবাসিক এলাকা এবং ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ ঘুরে দেখেন। তিনি চার্চ কর্তৃপক্ষ ও ধর্মীয় নেতা নেত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের জীবনযাত্রা, বিশ্বাস ও সামাজিক অবস্থান সম্পর্কেও ধারণা নেন।

আরও পড়ুন: ইসরাইলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, বিক্ষোভ

এরপর রাষ্ট্রদূত অংশ নেন এক শান্তিপূর্ণ ধর্মীয় প্রার্থনায়। সেখানে তিনি ধর্মীয় সহনশীলতা ও মানবতার জয়গান করে বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। এই বন্ধন আরও শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির চর্চা অত্যন্ত জরুরি।


এদিন রাষ্ট্রদূত কেভিন রান্ডাল বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চেও যান। সেখানে তিনি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করেন এবং চার্চের কার্যক্রম সম্পর্কে অবগত হন।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান পোপ ফ্রান্সিসের

রাষ্ট্রদূতের সফরে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, পিএমএস ইউএসএর জাতীয় পরিচালক মনস রজার জোসেফ ল্যান্ডি, নুনসিওর সেক্রেটারি ফাদার বেলিসারিও সিরো মন্টোয়া এবং ভিয়েতনামের ফাদার ট্রাই ট্যাং ফামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ।

এ সফর শুধুমাত্র একটি ধর্মীয় পরিদর্শন ছিল না, বরং এটি ছিল পারস্পরিক বোঝাপড়া ও আন্তঃধর্মীয় সহযোগিতার একটি শক্ত বার্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন