স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোতালেব মিয়ার পাঁচতলা ভবনটি পাশের সৌদি প্রবাসী জহির হাওলাদারের নবনির্মিত চারতলা ভবনের ওপর হেলে পড়েছে।
হেলে পড়া পাঁচতলা ভবনটির মালিক মোতালেব মিয়া জানান, 'ভবনটির পশ্চিম দিকে কোনো সমস্যা হয়নি। তবে পূর্ব পাশের অংশটি পাশের ভবনের সঙ্গে রয়েছে। সিটি করপোরেশন থেকে তিনি চারতলার নকশা অনুমোদন নিয়েছেন। পুরো পাঁচতলা করেননি। একপাশে একটি ইউনিট পাঁচতলা করা হয়েছে। তাঁর দাবি তাদের ভবন নয়, নতুন ভবনটি হেলে পড়েছে।
আরও পড়ুন: পদ ফিরে পেলেন সাবেক এমপি শিরিনসহ বরিশাল বিএনপির ৯ নেতা
অপরদিকে প্রবাসী জহির হাওলাদারের ছেলে ফাখের হাওলাদার বলেন, 'রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দেখতে পেয়েছি পাশের ভবনটির ওপর থেকে হেলে আমাদের ভবনের ওপর পড়েছে। এতে তাদের ভবনের সেইফটি ট্যাংকের পাইপ ভেঙে গেছে।’
স্থানীয় বাসিন্দা শুভ জানিয়েছেন, 'হেলে পড়া ভবনের প্রত্যেকটি তলায় ভাড়াটিয়া রয়েছেন। নতুন ভবনটির কাজ চলছে। ওই ভবনের নিচতলায় শুধু প্রবাসীর পরিবার বাস করছেন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) স্থপতি সাইদুর রহমান জানান, 'শহরের বেলতলা এলাকায় একটি ভবন আরেকটির ওপর হেলে পড়ার খবরটি শুনেছেন। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।
আরও পড়ুন: বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় মামলা
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বরিশাল মহানগরীতে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হেলে পড়া ভবনটি পরিদর্শন করে প্রকৃত ঘটনা জানা যাবে।'
]]>

৩ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·