বরিশালে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাওয়া গেল চিরকুটও

৬ দিন আগে
বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ের সিটি প্লাজা মার্কেট থেকে টেইলার্স কারখানার এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ওই মার্কেটের সার্ক টেইলার্সের কারখানা থেকে রমজান নামে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।


নিহত রমজান পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রমজান রাতে ওই কারখানায় ছিলেন। রাতে ঘুমানোর আগে হয়তো কাউকে বলেছিলো দরজা বাইরে থেকে আটকে দিতে। সকালে জানালা দিয়ে কারখানার ভেতরে রমজানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের ব্যবসায়ীরা পুলিশকে বিষয়টি জানায়।


কারখানাটির মালিক জানিয়েছেন, ৪-৫ মাস আগে রমজান তার এখানে কাজ শুরু করেন। কিছুদিন ধরে ওর পারিবারিক সমস্যা চলছে। রমজান তার স্ত্রীর আগের ২ সন্তানসহ তাকে বিয়ে করেন। কিন্তু স্ত্রী টাকা-পয়সা নিয়ে ওকে ছেড়ে অন্যত্র চলে যায়। রমজানের স্ত্রীর ভাইরাও তাকে হুমকি দিতো, মামলার ভয় দেখাতো। এসব সমস্যা নিয়ে রমজান বিষণ্ণতায় ভুগছিলো। ধারণা করা হচ্ছে, এ জন্যই সে আত্মহত্যা করেছে।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


মৃত্যুর আগে চিরকুটে রমজান লিখেছেন 'আমার ফ্যামিলি দায়ী না। দায়ী আছে রুমা, বাবা, ভাই শাহাদাত, ভাই সাখাওয়াত। আর বউ কে জোর করে করছে সবকিছু। আর লাশ আমার বাড়িতে পাঠিয়ে দিও।’


কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন