বরিশালে র‌্যাবের গুলিতে কলেজছাত্র নিহত: জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

২ সপ্তাহ আগে
বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে কলেজছাত্র সিয়াম মোল্লাকে বিচারবহির্ভূত হত্যার এবং এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লাকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করেন স্থানীয়রা।

 

স্বজনরা জানান, র‌্যাবের গুলিতে হতাহত দুই যুবকই মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাদের মাদক ব্যবসায়ী সাজিয়ে একজনকে হত্যা এবং আরেকজনকে গুলিবিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

 

এ সময় বক্তব্য দেন সিয়ামের চাচাতো বোন মীম আক্তার, ভাবী নিসাত আক্তার, মামী আসমা বেগম, শিক্ষার্থী নিহারিকা মন্ডল, তামিম গাজী, আলী হোসেন, শাহাদাৎ হাওলাদার, সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা আক্তার, রবিউল হোসেন, তনু আক্তার, অমিত দাস, রাবেয়া আক্তার ও নুসরাত জাহান।

 

নিহত সিয়ামের মা জোসনা বেগম বলেন, ‘আমার ছেলে কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। অথচ র‌্যাব তাকে গুলি করে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

 

আরও পড়ুন: বরিশালে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, গুলিতে যুবক নিহত

 

তিনি আরও জানান, গত সোমবার র‌্যাব সদস্যরা রুবেল মোল্লা ও সৈকত মন্ডলকে আটক করে। এ সময় তারা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করলে সিয়াম ঘটনাস্থলে যায়। তখন র‌্যাব তাকে গুলি করে হত্যা করে এবং তার আত্মীয় এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লাকে গুলিবিদ্ধ করে।

 

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অয়ালিউল ইসলাম বলেন, ‘সোমবার সন্ধ্যায় র‌্যাব-৮-এর একটি সাদা পোশাকধার দল মাদকবিরোধী অভিযানে যায়। অভিযানের সময় র‌্যাব সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। এতে দুই র‌্যাব সদস্য আহত হলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।’

 

তিনি আরও জানান, র‌্যাব-৮ এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় সরকারী কাজে বাধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেছেন। মামলায় ২ জন পলাতক ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন