বরিশালে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, গুলিতে যুবক নিহত

৩ সপ্তাহ আগে
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে মাদককারবারীরা হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন র‍্যাব সদস্য রয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাহেবের হাট বাজার সংলগ্ন জোড়াপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম।

 

নিহত যুবকের নাম মো. সিয়াম মোল্লা (২২)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের বাসিন্দা এবং রিপন মোল্লার ছেলে। আহত গুলিবিদ্ধ ব্যক্তি রাকিব মোল্লা (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, সিয়াম ও রাকিব উভয়েই চিহ্নিত মাদক ব্যবসায়ী।

 

পুলিশ জানিয়েছে, উপজেলার সাহেবের হাট বাজারের জোড়াপুল এলাকায় সাদা পোশাকে অভিযান চলাকালে মাদককারবারীরা র‌্যাবের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আত্মরক্ষায় গুলোগুলি হলে দুইজন গুলিবিদ্ধ হন। 

 

আরও পড়ুন: সার্জারিসহ করেন সব রোগের চিকিৎসা, অথচ নেই এমবিবিএস সনদ!

 

আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় মোহনকাঠী গ্রামের মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, একটি ইজিবাইক থেকে কয়েকজন অচেনা ব্যক্তি গুলিবিদ্ধ সিয়ামকে হাসপাতালে নেয়ার জন্য তার মোটরসাইকেল ব্যবহার করেন। গৌরনদী উপজেলা হাসপাতালে পৌঁছালে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসক জাকিয়া রহমান বলেন, ‘তার বুকে গুলির চিহ্ন ছিল এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন