বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ওই ব্যক্তির নাম নাসির উদ্দিন হাওলাদার (৫৫)। তিনি বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার শাহপরান সড়কের বাসিন্দা বশির উদ্দিন হাওলাদারের ছেলে।
গৌরনদী থানা পুলিশ জানায়, গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে ফায়ার সার্ভিসকে ফোন দেয়। পরবর্তীতে তারা ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে চালবোঝাই ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত
উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুনীম বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
এদিকে মৃত নাসিরের পরিবারের সদস্যরা জানায়, তিনি ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হন। তবে কেনো তিনি গৌরনদীতে গিয়েছিলেন, সে বিষয়ে পরিবার কিছু জানা যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>
১ দিন আগে
৩







Bengali (BD) ·
English (US) ·