বরিশালে কখন কোথায় ঈদ জামাত

৩ সপ্তাহ আগে
পবিত্র ঈদ-উল ফিতরে বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে।

ঈদের দিন সকাল ৮টায় এ জামাত শুরু হবে। বান্দরোডের ঈদগাহ ময়দানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নামাজ আদায় করবেন। অন্ততপক্ষে দশ হাজার মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা আহসান রুমেল।


এ ছাড়া একই সময় নগরীর আমতলা মোড়ের বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দুটি করে জামাত অনুষ্ঠিত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে।


আরও পড়ুন: বগুড়ায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন নারীরাও


এর সত্যতা নিশ্চিত করে ইসলামী ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম জানিয়েছেন, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও সকাল সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।


পাশাপাশি নগরীর গীর্জা মহল্লার জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও সকাল ১০টায় দ্বিতীয় জামাত। নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও সকাল ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।


কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, ‘জেলায় মোট আট হাজার ৭৩৪টি মসজিদ রয়েছে। এরমধ্যে আট হাজার মসজিদেই ঈদের জামাত হবে। তবে এ জন্য আমাদের কোনো নির্দেশনা বা বাধ্যবাধকতা নেই।’


আরও পড়ুন: চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ রোববার


মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান বলেন, ‘ঈদের নামাজ আদায়ের জন্য কোনো সময় বেঁধে দেয়া হয়নি।’


খোঁজ নিয়ে জানা গেছে, জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ার দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।


এ ছাড়া দক্ষিণাঞ্চলে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়। পিরোজপুরের নেছারাবাদের ছারছীনা দরবার শরীফ ময়দানে সকাল সাড়ে ৮টায় এবং আরেক সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠির এনএইচ কামিল মাদরাসা মাঠে সকাল ৮টায়।

]]>
সম্পূর্ণ পড়ুন