শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত ও মো. নাদিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই নিহত হন। স্থানীয় পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাসচাপায় মা-ছেলে নিহত
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার তাদের আটক করা যায়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
]]>