এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর আল জাজিরার।
দলটি গাজায় প্রবেশ করতে সফল হয়নি উল্লেখ করে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘ঘটনাস্থলে সৈন্য পাঠানো হয়েছিল এবং বেসামরিক লোকদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।’
আরও পড়ুন: গাজায় আরও এক ইসরাইলি সেনা নিহত
তাৎক্ষণিকভাবে ওই ইসরাইলিদের উদ্দেশ্য (গাজায় প্রবেশের) স্পষ্ট নয় এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
আল জাজিরা বলছে, ইসরাইলের নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ হলেও ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক ইসরাইলি গাজায় প্রবেশের চেষ্টা করেছেন।
আরও পড়ুন: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মুস্তাফাকে পশ্চিম তীর সফরে যেতে দিলো না ইসরাইল
বলা হচ্ছে, এর মধ্যে গাজায় বন্দি অনেকের আত্মীয়-স্বজনরা রয়েছেন যারা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি, এর মধ্যে আছে অবৈধ বসতি স্থাপনকারীরাও।
]]>