স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২২ তারিখ বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হন ২৩ জন, ২৩ তারিখ আক্রান্ত হন ৩০ জন, ২৪ তারিখ আক্রান্ত হন ২৮ জন, ২৫ তারিখ আক্রান্ত হন ৩৮ জন। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন আর মারা গেছে ৪২ জন।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, মে এবং জুন মাসে বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছিল। তবে আগস্টের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা একেবারে কমে গিয়েছিল। কিন্তু এখন আবার বাড়তে শুরু করেছে। কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে।’
আরও পড়ুন: আরও ৪৩০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
তিনি আরও বলেন, ‘আশা করি খুব শিগগিরই পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে এবং সামনের মাসের মাঝামাঝি সময় থেকে বরগুনায় ডেঙ্গু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে।’
]]>