বরগুনাতে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, দুই বাস ভাঙচুর, আহত ৩

১ সপ্তাহে আগে
বরগুনার আমতলীতে শিক্ষার্থীদের বহন করা একটি বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী ও এক শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর বারোটার দিকে বরগুনার আমতলীর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত তিনজনের মধ্যে একজনকে বরিশাল শের-ই‌ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার নাম সালমান। তিনি বিসমিল্লাহ পরিবহন নামের একটি বাসের স্টাফ ছিলেন। এছাড়া অন্য আহত দুই শিক্ষার্থীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: পাবনায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, উভয়দলের কার্যালয় ভাঙচুর

 

পুলিশ জানায়, দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহন করা দুটি বাস কুয়াকাটা যাচ্ছিল। আমতলী চৌরাস্তায় পৌঁছালে শিক্ষার্থীদের বহন করা একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শিক্ষার্থীদের বহন করা বাস দুটি ভাঙচুর করা হয়। এতে আহত হন তিন জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আরও পড়ুন: নরসিংদীতে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত একজন

 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থী ও শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। এরপর ভাঙচুর করা বাস দুটি থানায় নিয়ে আসি। পরে শ্রমিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করেন। তারা কোনো পক্ষই আইনগত প্রতিকার নিতে আগ্রহী ছিলেন না। বিষয়টি সমাধান হয়ে গেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন