গত সপ্তাহে ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে হারে জুভেন্টাস। এর আগের ম্যাচে আতালান্তার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তুরিনের ক্লাবটি। দলের এমন বাজে পারফরমেন্সের কারণেই মোতাকে ছাঁটাই করা হয়। চলতি মৌসুম শুরুতেই মোতাকে তিন বছরের জন্য চুক্তি করিয়েছিল জুভেন্টাস। তবে এক মৌসুমও টিকলেন না সাবেক এই ইতালিয়ান ফুটবলার।
এদিকে টুডর ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটান জুভেন্টাসে। ২০২০ সালের আগস্ট থেকে এক মৌসুমের জন্য ক্লাবটির সহকারী কোচও ছিলেন তিনি।
আরও পড়ুন: এমবাপ্পে ভবিষ্যতে বেশ কয়েকটি ব্যালন ডি'অর জিতবেন: মদ্রিচ
মোতার অধীনে আসরটা ভালোই শুরু করেছিলো জুভেন্টাস। তবে মৌসুমের মাঝ পথেই খেই হারিয়ে ফেলে ইতালির সবচেয়ে সফল ক্লাবটি। লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ থেকেই ডাচ ক্লাব পিএসভির কাছে হেরে বিদায় নেয় তারা। এরপর ইতালিয়ান ক্লাব থেকেও ছিটকে যায় জুভেন্টাস।
বর্তমানে ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচে আছে জুভেন্টাস। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে আছে তুরিনের বুড়িরা।