বুধবার (২৬ মার্চ) উপজেলা পরিষদে নির্মিত এ সুইমিং পুল উদ্বোধনের মধ্য দিয়ে শিশুদের সাঁতার শেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
ইউএনও আরিফুর রহমান বলেন, সাম্প্রতিককালের ফেনীর ভয়াবহ বন্যা সবারই মনে ভীষণ দাগ কেটেছে। আমি পরশুরাম এসেছি বন্যার পর পর। ত্রাণ বিতরণের প্রয়োজনে কয়েকটি স্কুলে যাই, শিশুদের সঙ্গে কথা বলি। বেশিরভাগ শিশুই জানায় এ বন্যায় তারা মারাত্মক ভয় পেয়েছিল। ভয়ের কারণ প্রথমত ভয়াবহ পানির আঘাত, দ্বিতীয়ত সাঁতার না জানা ৷ তখন আমি শিশুদের সাঁতার না জানার কারণ জানতে চাইলে তারা জানায়, পরশুরাম পৌরসভার বেশিরভাগ পুকুরই মজা পুকুর ৷ তাছাড়া সব সময় পানি থাকে এমন পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষের ফলে পানি শিশুদের ব্যবহার উপযোগী থাকে না। এসব পুকুরের পানিতে নামলে শরীর চুলকায়। তাই তাদের সাঁতার শেখার সুযোগ নেই। এ সময় শিশুরা সাঁতার শেখার সুযোগ করে দেয়ার জন্য আবদার করে।
আরও পড়ুন: ফেনীতে ভুল চিকিৎসায় শিশুর দেহ পুড়ে যাওয়ার অভিযোগে মামলা
ইউএনও বলেন, উপজেলায় কোনো শিশুপার্ক না থাকায় এখানকার শিশুদের বিনোদনের কোনো সুযোগ নেই। তাই তাদের বিনোদনের সুযোগ করে দেয়ার জন্যও আমার কাছে আবদার করে। বিনোদনের সুযোগ করে দেয়ার জন্যও বাচ্চারা অনুরোধ করে ৷ তাই হোলিস্টিক অ্যপ্রোচে উপজেলা পরিষদের পুকুরের চারপাশকে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। সম্পূর্ণ সংস্কার করে পুকুরের চারপাশ ঘিরে 'কিডস প্যারাডাইস' তৈরি হবে, সুইমিং পুলটি কিডস প্যারাডাইসের অংশ। উপজেলা পরিষদের অর্থায়নে এই সুইমিং পুল নির্মিত হয়েছে।
তিনি বলেন, এ সুইমিং পুল ১২ বছরের নীচে সকল শিশুর জন্য উন্মুক্ত থাকবে। সকল শিশুকে নিয়ে সুইমিং ক্লাব গঠন হবে, তাদের আইডি কার্ড থাকবে ৷ সাঁতার শেখার জন্য শিশুরা তাদের অভিভাবক নিয়ে আসবে ৷ তাছাড়া কিডস প্যারাডাইসে শিশুদের জন্য দোলনা, স্লাইড, মুভিং চেয়ারসহ নানা আয়োজন থাকবে৷
আরও পড়ুন: ফেনীর ডিসি অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মানে সুস্থ, বলিষ্ঠ ও সুনাগরিক গঠনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ইউএনও আরিফুর রহমান।
]]>