বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২ সপ্তাহ আগে
২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ‘বাংলাদেশ ফ্লাড রেসপন্স ২০২৪’ প্রকল্পের মানবিক সহায়তা কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা।
 

 

প্রকল্পের সময়কাল (অক্টোবর ২০২৪ থেকে আগস্ট ২০২৫) ১১ মাস ছিল উল্লেখ করে মানবিক সহায়তা কার্যক্রম অবহিতকরণ সভায় জানানো হয়, ২০২৪ সালের আগস্টে আকস্মিক বন্যায় ফেনী ও নোয়াখালীতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক লাখ পরিবার পানিবন্দি হয়, বহু গবাদি প্রাণী ও ফসল নষ্ট হয়। স্থানীয় জনগণের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

আরও পড়ুন: ফেনীতে বন্যায় ৩০০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত, ক্ষতি ৯০ কোটি টাকা

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ‘বাংলাদেশ ফ্লাড রেসপন্স ২০২৪’ প্রকল্প কার্যক্রম শুরু করে। অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতা ও অস্ট্রেলিয়ান হিউম্যানিটারিয়ান পার্টনারশিপের (এএইচপি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা আহছানিয়া মিশন। 


প্রকল্পের মূল লক্ষ্য হলো: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও জীবিকায়ন পুনরায় ফিরিয়ে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মান উন্নত ও স্থায়ী করা, বন্যা বা দুর্যোগের সময় নিরাপত্তা বাড়ানো, লিঙ্গ বৈষম্য দূর করা এবং স্থানীয় নেতৃত্ব শক্তিশালী করা।


কার্যক্রমের মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে, ৭৫০ পরিবারকে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার সহায়তা (চাল, ডাল, লবণ, তেল, চিড়া, চিনি) বিতরণ, শীতকালীন সবজির বীজ বিতরণ, নিরাপদ হাইজিন কিট বিতরণ এবং ৭ দিন কাজের বিনিময়ে ২ হাজার ৮শ’ টাকা সহায়তা দেয়া। নিঃশর্তে ৭৫০ পরিবারকে ৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ। ৭৫০ পরিবারকে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে জীবিকায়ন পুনরুদ্ধার ও আয় বৃদ্ধিতে সহায়তা। ১৫টি স্থানে গভীর নলকূপ স্থাপন, ১০০টি ল্যাট্রিন মেরামত, ১৫০টি টিউবওয়েল মেরামত, ৫০টি নতুন ল্যাট্রিন এবং নারীদের জন্য ৫০টি গোসলখানা দেয়া। ৩টি উপজেলায় ১১টি ইউনিয়নের ৯১৮ পরিবারকে দুর্যোগ প্রস্তুতি ও অভিযোজন কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে। একইসঙ্গে ২ হাজার ৫শ’ পরিবারকে পরিবারভিত্তিক সচেতনতামূলক সেশন, নারী-পুরুষের ভূমিকা, দুর্যোগকালীন প্রস্তুতি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।


আরও পড়ুন: ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সমাধানে অংশীজনদের সঙ্গে মতবিনিময়

এছাড়াও প্রতিটি ইউনিয়নে ১টি করে সুরক্ষা দল ও ১টি রিপোর্টিং চ্যানেল গঠন করা হয়েছে। পাশাপাশি ১৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষায় করণীয়, নিরাপদ পানি ব্যবহারের সুবিধা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার গুরুত্ব নিয়ে।

 

অবহিতকরণ সভায় প্রকল্প ব্যবস্থাপক বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক করা। প্রকল্পের কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণ, কমিউনিটি নেতা এবং সহযোগী সংস্থার সঙ্গে মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা করি এ উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন