শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঐতিহাসিক সময় হতে বন্যা হচ্ছে এবং বন্যা হবে। বন্যাকে আমাদের আটকানোর কোনো উপায় নেই, আটকানোর কোনো সুযোগ নেই। জলবায়ু পরিবর্তনের কারণে এ সমস্যা আমাদের আরও বাড়ছে। তবে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে আমাদের প্রস্তুতি বাড়াতে হবে এবং বন্যার আগাম সঠিক পূর্বাভাস পেতে হবে।’
পানি সম্পদ উপদেষ্টা বলেন,
যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছি তারা যেন আমাদেরকে সাইট স্পেসিফিক বন্যার আগে থেকে বলার জন্য সহায়তা দেয় এবং তাদের যে হাইরেজুলেশন ডাটা আছে সেটাতে তারা আমাদেরকে প্রবেশের সুযোগ দেয়। তাহলে আমাদের যে ঘাটতিটা রয়ে গেছে, সেটা আমরা অনেক দিক থেকে কাটিয়ে উঠতে সক্ষম হবো।
আরও পড়ুন: কুমিল্লায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০টি ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্তরা
‘এখনো পর্যন্ত তাদের সঙ্গে যে আলোচনা চলছে, তাতে মনে হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারিত্বের মাধ্যমে তাদের ডাটায় প্রবেশ করতে পারবো। আর তাহলে বন্যা মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো’, যোগ করেন রিজওয়ানা হাসান।
এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের কয়েকটি জিনিসের উন্নয়ন করা দরকার। আমাদের নিজেদের ইনস্টিটিউশনগুলোকে ক্ষমতায়িত করার যে পদক্ষেপ, তাতে বিলম্ব করলে চলবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আব্দুর রব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব জাফরুর রেজা চৌধুরী। সেমিনারে সিলেট এলাকার বন্যার ঝুঁকি বিষয়ে বিষয়ভিত্তিক বক্তব্য দেন বুয়েটের ইন্সটিটিউট অফ ওয়াটার এন্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মাশফিকুস সালেহীন, প্রফেসর ড. মোহাম্মদ ফাইজুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. মো. আবদুল্লাহ।
অনুষ্ঠানের শেষের দিকে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খানকে সভাপতি এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
]]>