শনিবার (৫ এপ্রিল) বিকেলে দুর্গাপুর উপজেলার পাহাড়ি সীমান্ত নদী সোমেশ্বরীর পাড়ঘেঁষা বনে বিরল এ প্রাণীটিকে অবমুক্ত করা হয়।
এর আগে শুক্রবার কলমাকান্দা উপজেলার পাঁচুড়া গ্রামের শেখ জামালের হাঁসের খামারে হাঁস খেতে গিয়ে ধরা পড়ে মেছো বিড়ালটি। এরপর এটিকে খাঁচায় আটকে রাখে খামারের মালিক।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেয়ালের উপদ্রব বাড়ায় খামারটিতে একটি লোহার খাঁচার ফাঁদ বসান মালিক শেখ জামাল। প্রতিদিন রাতে একটি হাঁস রেখে খাঁচার মুখ খুলে রাখতেন তিনি। শুক্রবার রাতে শব্দ শুনে খামারে গিয়ে দেখা যায় একটি মেছো বিড়াল ফাঁদে আটকা পড়েছে।
আরও পড়ুন: মদনে পাওনা টাকা চাওয়া নিয়ে যুবক খুন
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য এনিমেল অব সুসং’ বিষয়টি বন বিভাগের নজরে আনে।
পরে বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. মজনু, ফরেস্টার রহিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে শনিবার বিকেলে পুনরায় বনে অবমুক্ত করেন।
প্রায় দুই ফুট উচ্চতা এবং তিন ফুট দৈর্ঘ্যের এই বিরল প্রজাতির বিড়ালটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
]]>