বনজ কুমারের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

২ সপ্তাহ আগে
আলোচিত মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন খালাস পেয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এ রায় ঘোষণা করেন।


আদালতের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া জানান, সাক্ষীরা উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ সময় চেয়েছিল, কিন্তু বিচারক সাক্ষ্যগ্রহণ শেষ করে রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইলিয়াসকে খালাস দেন।


২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআইর তৎকালীন প্রধান বনজ কুমার মজুমদার ঢাকার ধানমন্ডি থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
 

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনের ‘সব মামলা’ বাতিল হবে: আইন উপদেষ্টা


তবে ২০২৩ সালের জুলাইয়ে ট্রাইব্যুনাল সাবেক পুলিশ কর্মকর্তা ও মিতুর স্বামী বাবুল আক্তার এবং তার বাবাকে অব্যাহতি দেন। একইসঙ্গে ইলিয়াস হোসেন ও বাবুলের ভাই হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়। পরে চলতি বছরের জানুয়ারিতে লাবুকেও অব্যাহতি দিয়ে ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।


মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সব দিক বিবেচনায় আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইলিয়াস হোসেনকে খালাস দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন