বদলে গেল ডিএনসিসির বিভিন্ন স্থাপনার নাম

২ সপ্তাহ আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ষ্ঠ করপোরেশন সভায় প্রশাসক মোহাম্মদ এজাজ এ সব তথ্য জানান।

 

তিনি বলেন, ৬ষ্ঠ করপোরেশন সভায় বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নামকরণ করা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো, বনানীতে শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ-কে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ, মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সকে মধুবাগ কমিউনিটি সেন্টার, কালশীতে হারুন মোল্লাহ ফ্লাইওভারকে কালশী ফ্লাইওভার নামকরণ করা হয়।

 

তিনি আরও বলেন, আগামী ১১ মে ২০২৫ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ট্যাক্স মেলা আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা সহজেই ট্যাক্স প্রদান করতে পারবে ও বিশেষ রেয়াদ সুবিধা পাবেন।

 

আরও পড়ুন: অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান: ডিএনসিসি প্রশাসক

 

এছাড়া ডিএনসিসিতে অবস্থিত বিভিন্ন ভবনের ছাদে বাগান থাকলে ট্যাক্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ রেয়াদ পাওয়া যাবে বলেও জানান প্রশাসক মোহাম্মদ এজাজ। 



সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রি. জে. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সরকারের অন্যান্য সংস্থার প্রতিনিধিরা। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন