বদরগঞ্জে সেনা অভিযানে মদসহ মাদক কারবারি গ্রেফতার

১৮ ঘন্টা আগে
রংপুরের বদরগঞ্জে নাগেরহাট সাহেবগঞ্জ বাজার এলাকায় ২ বস্তা অর্থাৎ ২৭ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তরে করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৫ জুলাই) দিনগত রাতে নাগেরহাট ও সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি নজরুল ইসলামকে (৪০) গ্রেফতার করে সেনাবাহিনী। এ সময় দুই বস্তায় স্পিডের বোতলে ভরা ২৭ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। চোলাইমদ বিক্রির নগদ অর্থ ১ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।


গ্রেফতার হওয়া মাদক কারবারি হলেন, রংপুরের মিঠাপুকুর থানার চক দুর্গাপুর দুলারহাট এলাকার ফজলউদ্দিন ছেলে নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে এই চোলাইমদের ব্যবসা করে আসছে। তার নামে আরও একটি মাদক মামলা রয়েছে। 

আরও পড়ুন: পঞ্চগড়ে আইসক্রিম কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা

চোলাইমদের কারবারি নজরুল ইসলামকে আটকের পর সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মধ্যরাতেই উদ্ধারকৃত ২৭ লিটার চোলাইমদ, নগদ ১ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা ও ৪টি বাটন মোবাইল ফোনসহ মাদক কারবারিকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৪(খ) ধারায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। মাদক করবারি নজরুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।


বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মা’আরিয বিন বাশার বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে সামাজিকভাবেও সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। 


তিনি আরও বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রতিনিয়ত এ ধরনের অভিযানে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা মাদক বিরোধী প্রচেষ্টাকে আরও জোরদার করা হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন