চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।
এসময় তিনি আরও বলেন, বট বাহিনীর দাবি, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে জাতীয় নির্বাচন সম্ভব নয়। কিন্তু তারাই স্থানীয় নির্বাচনের দাবি জানায়। চাঁদাবাজির টাকায় বিরিয়ানি খেলেও সুখ নেই। তার চেয়ে হালাল রোজগারের টাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ডাল-ভাতেই প্রকৃত সুখ আছে।
আগামী দিনে সকল আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ফজলুর রহমানের বক্তব্যে বিব্রত বিএনপি: প্রিন্স
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের একটি গোষ্ঠী দেশের মানুষকে বেহেশতের টিকিট বিক্রিসহ নানাভাবে বিভ্রান্ত করছে, মিথ্যাচার করছে। অনেকাংশে তারা আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করছে। বট বাহিনী আমাদের আবেগ অনুভূতি, জিয়া পরিবারকে নিয়ে নানারকম কৃৎসা রটনা করছে। যেসমস্ত কথা বলার কথা নয়, এরপরও ধৃষ্টতা দেখাচ্ছে। আমাদের আবেগ অনুভূতির জায়গায় বারবার আঘাত করছে। বট বাহিনীর কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়া যাবে না।
তিনি বলেন, বট বাহিনী একদিকে বলে বিএনপি নির্বাচন চায়, কিন্তু সংস্কার চায় না। অথচ বিএনপি ফ্যাসিবাদের সময় থেকেই সংস্কার চেয়েছে। বাস্তবে বিএনপি নির্বাচন চায়। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। বিএনপি ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি এখনো একটি আসনেও মনোনয়ন ঘোষণা করেনি। কিন্তু তারা ঠিকই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মানে তাদের মুখে, একটা অন্তরে আরেকটা।
আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষককে মারধরের অভিযোগ, বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় টিমপ্রধান রাসেল মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর।
]]>