চলতি পিএসএলে প্রথম শতকের দেখা পেলেন ফারহান। তাতে চলতি বছরে টি-টোয়েন্টিতে চতুর্থ শতকের দেখা পেয়ে গেলেন পাকিস্তানের এই ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি চার শতক হাঁকিয়েছেন শুধু গেইল, কোহলি, বাটলার ও গিল। তাদের পাশেই জায়গা করে নিলেন ফারহান।
২০১১ সালে ৩১ ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন গেইল। ২০১৬ সালে কোহলি ২৯ ইনিংসে, ২০২২ সালে বাটলার ৩৮ ইনিংসে ও ২০২৩ সালে গিল ৩০ ইনিংসে চারটি সেঞ্চুরি করেন। এই বছর ফারহানের চারটি সেঞ্চুরি হয়ে গেল স্রেফ ৯ ইনিংসেই। যেখানে ১০৫.১৪ গড়ে তার রান ৭৩৬।
আরও পড়ুন: পিএসএলে ম্যাচ জেতানোয় দলের পক্ষ থেকে ‘চুল শুকানোর মেশিন’ উপহার
গত মাসে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে প্রথম ছয় ম্যাচের মধ্যে তিনি সেঞ্চুরি করেন তিনি। সেই টুর্নামেন্টে সব মিলিয়ে সাত ইনিংসে পাঁচবার পঞ্চাশ ছুঁয়ে ১২১ গড় ও ১৮৯.৬৫ স্ট্রাইক রেটে তিনি করেন ৬০৫ রান।
এরপর পিএসএলে প্রথম ম্যাচে ২৫ রানে আউট হয়ে গেলেও এবার খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিলেন তিনি। এদিন তার ৪৯ বলে সেঞ্চুরি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে কোনো ব্যাটসম্যানের যৌথভাবে দ্রুততম। ২০১৯ আসরে লাহোর কালান্দার্সের বিপক্ষে সমান বলে সেঞ্চুরি করেছিলেন ক্যামেরন ডেলপোর্ট।
এদিকে সাহিবজাদা ফারহানের ১০৬ রানের উপর ভর করে ২৪৩ রানের বিশাল পুঁজি পায় ইসলামাবাদ ইউনাইটেড। জবাবে ১৮.২ ওভারে মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় পেশাওয়ার জালমির ইনিংস। টানা দুই জয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইসলামাবাদ।