২০২৪ সাল পুরোটা জুড়েই টালমাটাল ছিল দেশের স্বর্ণের বাজার। কখনও টানা বেড়েছে; আবার কখনও টানা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। সপ্তাহ ব্যবধানে, এমনকি দিন ব্যবধানেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২০২৩ সালে ২৯ বার সমন্বয় হয়েছে। ২০২২ সালের তুলনায় ২০ হাজার ২৯৬ টাকা বেড়ে ২০২৩ সালে ভরি প্রতি দাম হয়েছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।
আরও পড়ুন: স্বর্ণের বাজার: উত্থান-পতনে যেমন গেল ২০২৪
দামের এই সমন্বয় চলতি বছর জুড়েই অব্যাহত ছিল এবং তা হয়েছে রেকর্ড ৬২ বার। এর মধ্য দিয়ে ২২ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম ২৫ হাজার ৮৪৭ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। আর চলতি বছরের ৩০ অক্টোবর দেশের ইতিহাসে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ঠেকে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা।
আন্তর্জাতিক বাজারে বাড়ায় দেশের বাজারেও বার বার সমন্বয় হয়েছে স্বর্ণের দাম। চলতি বছর বিশ্ববাজারে বেড়েছে ২৮ শতাংশ। ৩১ অক্টোবর প্রতি আউন্স রেকর্ড ২ হাজার ৭৯০ ডলার ১৫ সেন্টে উঠে যায়। সুদহারে হার বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুত বাড়ানো এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নেয়ায় দাম বেড়েছে।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যসহ চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানুয়ারিতে হোয়াইট হাউজে ফেরত আসাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ২০২৫ সালেও ঊর্ধ্বমুখী থাকবে স্বর্ণের বাজার।
]]>