বছর মাতিয়েছে আলোচিত যেসব বিনোদন খবর

১ সপ্তাহে আগে
বিদায়ী বছরে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিছু বিনোদন পাড়ার খবর। যে খবরগুলো উষ্ণতার পারদ ছড়িয়েছে সাধারণ মানুষের মনেও। এক নজরে ২০২৪কে ফিরে দেখলে চোখে পড়বে নানা চমক।

বিনোদন পাড়ায় চলতি বছরের আলোচিত খবরগুলো আসুন এক নজরে দেখে নিই:

 

১। ১০ নভেম্বর অনেকটা চমক দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা করে নেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর নিজের পরিচালনায় রাজনৈতিক বিদ্রূপধর্মী সিনেমা ‘৮৪০’ দিয়ে বছর শেষে নিয়ে আসেন আরও বড় চমক।

 

২। গণ-অভ্যুত্থানের পরে প্রথমেই শিল্পকলা একাডেমিতে বন্ধ হয় নাটক। এর প্রতিবাদে সমাবেশ হয়। সেখানে বিক্ষোভকারীদের ডিম ছোড়া নিয়ে নাটকপাড়াজুড়ে শুরু হয় বেশ উত্তেজনা। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে মঞ্চে ফেরে নাটক। স্বাভাবিক হতে শুরু করে নাট্যজগৎ।

 

৩। বছরের শেষদিকে 'প্রিয় মালতী' সিনেমার মাধ্যমে বড় পর্দায় জায়গা করে নেন লাক্স সুন্দরী ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এর আগে ‘সাবা’ সিনেমা দিয়ে সুবাস ছড়িয়েছেন আন্তর্জাতিক অঙ্গনেও। এদিকে ‘চালচিত্র’ সিনেমা দিয়ে ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বরও অভিষেক হয় ওপার বাংলার বড় পর্দায়।

 

৪। চলতি বছর শাকিব খান অভিনীত ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’ নামে তিনটি সিনেমা মুক্তি পায়। ‘তুফান’ এ বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হলেও, দরদ নিয়ে বেশ সমালোচিত হয়েছেন এ নায়ক।

 

৫। 'নকশী কাঁথার জমিন' দিয়ে শেষ হয় ২০২৪ সালের চলচ্চিত্র মুক্তির হিসাব। গেল বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রায় ৪৫টি সিনেমা।

 

৬। বিজয়ের মাসে জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে সহায়তায় বিনা পারিশ্রমিকে শ্রোতাদের গান শোনাতে আসেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। এর আগে ‘লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামে বাংলাদেশে মঞ্চ মাতাতে আসেন পাকিস্তানের অন্যতম গায়ক আতিফ আসলাম।

 

৭। সাংবাদিকের সাথে দ্বন্দ্ব, প্রেম সংক্রান্ত বিষয় এবং লাইভে এসে বিভ্রান্তি ছড়িয়ে বছরজুড়েই বিতর্কিত ছিলেন সাদিয়া আয়মান। বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠতা থাকার কারণে ৫ আগস্টের পর সমালোচনার মুখে পড়েন চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস, বিজরী বরকতউল্লাহসহ অনেকেই। বিতর্কের কেন্দ্রে ছিলো ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অভিনেতা ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতিসহ আরও অনেকে।

 

৮। বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার প্রতিবাদে ও একদফা দাবিতে রাজপথে নেমেছিলেন তারকারাও। আন্দোলনে যোগ দিয়েছিলেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, প্রিন্স মাহমুদ, মোশাররফ করিম, সিয়াম আহমেদসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।

 

আরও পড়ুন: ২০২৪ কাঁপানো সেরা ৮ গান

 

৯। কিছু তারকা বিয়ে এবং বিচ্ছেদের খবর দিয়ে এসেছেন আলোচনায়। জিনাত সানু স্বাগতা বছরের শুরুতে প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন; আবার বছরশেষে লিভ টুগেদার নিয়ে মন্তব্য করে জড়িয়ে পড়েন আইনী জটিলতায়।

 

১০। চলতি বছরই স্বামী রাকিবের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন চিত্রনায়ক আরিফিন শুভ।

 

আরও পড়ুন: কেমন ছিল ২০২৪ এর ঢালিউড ইন্ডাস্ট্রি?

 

১১। বিগত বছরে দেশীয় বিনোদন জগত একদিকে যেমন পেয়েছে নবীন শিল্পী, অন্যদিকে আছে হারানোর গল্পও। অভিনেতা আহমেদ রুবেল, অলিউল হক রুমী, মাসুদ আলী খান, রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্ম্‌দ, চাইমের খালিদ, মাইলসের শাফিন আহমেদ, হাসান আবিদুর রেজা জুয়েল, সুজেয় শ্যাম, পাপিয়া সারোয়ার এবং সবশেষ প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের নামও যুক্ত হয় এ তালিকায়।

 

বিনোদনের এসব গরম খবরেই এভাবে কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। ইতিহাসের খাতায় ২০২৪ সালটি হয়ে গেল কেবলই বিগত একটি সাল। 

]]>
সম্পূর্ণ পড়ুন