বঙ্গবাজারে সড়কে ঝরল অজ্ঞাতপরিচয় যুবকের প্রাণ

৩ সপ্তাহ আগে
রাজধানীর বঙ্গবাজার সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতালের সামনের সড়কে দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর।

শনিবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, সরকারি কর্মচারী হাসপাতালের সামনে কোনো একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। তখন এক রিকশাচালক তাকে রিকশায় করে কর্মচারী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: পাবনায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

 

এসআই মাহমুদ হাসান আরও জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল কালো টি-শার্ট ও নেভি ব্লু প্যান্ট। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন