সোমবার (২১ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বিজরুল বাজারের কল্যাগাড়ী এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। মানবিক কর্মকাণ্ডের উদ্যোগ নেয়ায় তিনি ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন।
নেতাকর্মী ও স্থানীয়দের সহায়তায় বৃদ্ধের চুল কেটে গোসলের পর নতুন পোশাক পরিয়ে দেন জেলা ছাত্রদল সভাপতি। এ সময় অস্পষ্ট ভাষায় ওই বৃদ্ধ বলছিলেন, তার নাম বেলাল, মেয়ের নাম গোলাপি। তবে ঠিকানা বলতে গিয়ে এলোমেলো উত্তর দেন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া জানান, ৬ মাস আগে ওই বৃদ্ধ বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। জানুয়ারি মাসে তাকে সেখানকার একটি সড়কের খাদে দেখা যায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিত্যক্ত জায়গায় অপরিষ্কার অবস্থায় খোলা আকাশের নিচে ছিলেন ৪ মাস। দায়িত্বশীল কেউই মানবিক নজর দেননি। স্থানীয় লোকজন তাকে খাবার দিতেন। সেখানেই পরিবারহীন তার ঈদ কেটেছে। বিষয়টি জেলা ছাত্রদল সভাপতিকে জানানোর পরই তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য বেবী নাজনীন জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। চিকিৎসার পরও মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারীর কোলজুড়ে এলো ফুটফুটে শিশু
তিনি বলেন, ‘খোলা আকাশের নিচে পড়ে থাকলেও আমি তাকে দেখভাল করেছি। বাঁশের খুঁটি দিয়ে মশারি টাঙিয়ে দেয়াসহ নিয়মিত খাবার দিয়েছি। এলাকার সবাই তার খোঁজখবর রেখেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে ছাত্রদল। তাদের এই মানবিক উদ্যোগ রাজনৈতিক মহলসহ সর্বত্রই দৃষ্টান্ত হয়ে থাকবে।’
বৃদ্ধকে উদ্ধারে সহায়তা করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, জেলা ছাত্রদল নেতা মিরাজ হোসেন, তারেক আহমেদ, তুষার হোসেন, সৌখিন, আশফিক, ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সহ সভাপতি নবীর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের রিয়াদ আহমেদ, মেহেদী হাসান, আকাশ ইসলাম, জিহাদ হাসান, কলেজ ছাত্রদলের মারফি, জিহাদ, মুহিত, মাহী, ফিরোজ আহমেদ শাকিল, রাকিব হোসেন প্রমুখ।
ছাত্রদল ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড করছে বলে জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
তিনি বলেন, ‘প্রথমে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। স্বাভাবিক হলে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। পরিচয় শনাক্ত করা সম্ভব হলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।’