নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৫)। তিনি শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি গাড়ি ও সিমেন্টের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, রাতে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। তখন দেখা যায়, অন্ধকারে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে খোকনকে উপর্যুপরি আঘাত করছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না
ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি হিরো কোম্পানির হাং মডেল (নম্বর: বগুড়া-ল ১২-৭০১২) এবং অন্যটি বাজাজ পালসার এনএস (নম্বর: ঢাকা মেট্রো-ল ৪৩-৭৪৫৭)।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
]]>
১ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·