বগুড়ায় পুলিশের ওপর হামলায় ৩ ছিনতাইকারী গ্রেফতার

১ সপ্তাহে আগে
বগুড়ায় অপহৃত ট্রাকচালককে উদ্ধার অভিযানে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে সেনাতলা উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকার আমিনুল হকের ছেলে নুর আলন (৩৫), আলম প্রামাণিকের ছেলে রাব্বি হোসেন (২০) ও মৃত নুর আলমের ছেলে জুয়েল মিয়া (২৫)।


এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হয়েছেন। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আরও পড়ুন: বিয়ে বাড়িতে বরপক্ষকে উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা


এ বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজমুল হক বলেন, ‘সারিয়াকান্দি থেকে শহরে বালু সরবরাহ করতে আসা একটি ট্রাক থামিয়ে চালককে অস্ত্রের মুখে অপহরণ করেন নুর আলম ও তার সহযোগীরা। এরপর তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ট্রাকটি ধাওয়াপাড়া এলাকায় রাখা হয়। পরে বালু নামিয়ে ট্রাকটি খালি অবস্থায় একটি স-মিলের পাশে রাখা হয়।’


তিনি আরও বলেন, ‘অভিযোগ পেয়ে রাতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে। তখন অপহরণকারী দলের সদস্যরা চাবি ও চালককে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করলে নূর আলমের নেতৃত্বে একদল লোক হামলা করেন। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হন।’


আরও পড়ুন: রংপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২২


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘সোনাতলা উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে মূলহোতা নূর আলম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধাসহ অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে আলাদা দুটি মামলা প্রক্রিয়াধীন আছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন