আহত নিতেশ নন্দীগ্রাম থানার কলেজপাড়া গ্রামের মৃত নিত্যানন্দের ছেলে। তিনি রেনজিট এগ্রো সাইন্স লিমিটেডের বিক্রয় প্রতিনিধি।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিতেশ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তার গতিরোধ করে। তারা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেন এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান।
আরও পড়ুন: ট্রেনে নারী যাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ৪ ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাত
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘আমরা ছিনতাইয়ের ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’