শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে জেলা যুবদলের আয়োজনে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় বগুড়া জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দুস্থদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা৷ এই সময় তিনি বলেন, বগুড়ার সব শ্রেণির দুস্থ মানুষের পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত-নিহত এবং বিগত সময়ে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তারেক রহমান ঈদ উপহার ও নগদ অর্থ সহযোগিতা দিয়েছেন।
দ্রুত নির্বাচনের দাবি করে বিএনপির এই নেতা বলেন, সংস্কারের নামে বর্তমান সরকার প্রহসনের মাধ্যমে নির্বাচন না দেয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: ঢাকার ৭টি ওয়ার্ডের নৈশ প্রহরীরা পেলেন তারেক রহমানের মোবাইল উপহার
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চলনায় ঈদ উপহার বিতরণী আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনাসহ প্রমুখ।