বগুড়ায় করতোয়া নদীর তীরে মিলল মরদেহ

৪ ঘন্টা আগে
বগুড়ার শেরপুরে করতোয়া নদীর তীরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্দিযান শ্মশান সংলগ্ন করতোয়া নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, স্থানীয় এক নারী জ্বালানি সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মরদেহে পচে গলে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। তবে মরদেহটির মুখ পুড়িয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।


শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। নিহত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি।


চন্ডিযান এলাকার বাসিন্দা মাজেদা খাতুন বলেন, আমি জ্বালানি সংগ্রহের জন্য শ্মশান ঘেঁষা জঙ্গলে গিয়েছিলাম। হঠাৎ তীব্র দুর্গন্ধ পেয়ে মনে হলো হয়তবা শিয়াল মরে পচে গেছে। পরে কাছে গিয়ে দেখি একটি মানুষের মরদেহ। খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


আরও পড়ুন: শেরপুরে মরিচ ক্ষেতে নারীর বিবস্ত্র মরদেহ


শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং করতোয়ার পাশ থেকে এক অজ্ঞাত যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন