ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

৪ সপ্তাহ আগে
ইন্দোনেশিয়ার জাকার্তায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে অংশগ্রহণ করতে দেশ ছাড়ছে টিম আরএইচকে, টিম আরসিসহ ১৬ সদস্যের বাংলাদেশ দল। বুধবার রাত পৌনে তিনটায় থাই এয়ারওয়েজে বিমানে করে তারা দেশ ছাড়বে। বিষয়টি নিশ্চিত করেছে গেরিনা কর্তৃপক্ষ।

প্রায় দেড় মাসের টুর্নামেন্ট শেষে গত ৪ অক্টোবর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ পর্ব শেষ হয়। যেখানে চ্যাম্পিয়ন হয় টিম রেড হকস এবং রানার্সআপ হয় টিম রেড ক্লিফ। তারাই এবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।


আরও পড়ুন: মালদ্বীপকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের


আগামী ৩১ অক্টোবর থেকে ২ পর্বে অনুষ্ঠিত হবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ। প্রথম পর্বে বিশ্ব সেরা ১৮টি দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ১২ দল লড়াই করবে চ্যাম্পিয়ন ট্রফির জন্য। এবারের আসরে দলগুলোর জন্য মোট ১২ কোটি ৩০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করেছে গেরিনা। আগামি ১৫ নভেম্বর গ্র‍্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

]]>
সম্পূর্ণ পড়ুন