শনিবার (১২ এপ্রিল) শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে এ মামলা করে ঢাবি প্রশাসন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি।’
এর আগে চারুকলা অনুষদের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটিও।
আরও পড়ুন: ফ্যাসিস্টের মোটিফ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় দেশ। কদিন ধরেই ঢাবির চারুকলা অনুষদে পুরোদমে চলছে সেই প্রস্তুতি। এবার আনন্দ শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদবিরোধী বার্তা। তাই মোটিফে ফুটিয়ে তোলা হচ্ছিল ফ্যাসিস্টের মুখাকৃতি।
কিন্তু বর্ষবরণের শোভযাত্রার আগেই মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দেয়া সেই আগুনে পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শিক্ষার্থীদের অভিযোগ, মোটিফ দুটিতে আগুন দিয়েছে স্বৈরাচারীর সহযোগীরাই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক কালো টি-শার্ট পরে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান।
আরও পড়ুন: চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে হাসিনার দোসররা: ফারুকী
এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। তারা জানায়, পুড়ে যাওয়া মোটিফ পুনর্নিমাণের পাশাপাশি আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে। কে বা কারা, কী কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
]]>